News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ১৮ জানুয়ারি ২০২০

কী লিখতেন ব্লগার ওয়াশিকুর?

কী লিখতেন ব্লগার ওয়াশিকুর?

ঢাকা: ঢাকার বেগুনবাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত ওয়াশিকুর রহমান একাধিক ব্লগ সাইট এবং তার ফেসবুক প্রোফাইলে সমকালীন নানা বিষয়ে লেখালেখি করতেন।

এছাড়া মুক্তচিন্তা, সাম্প্রদায়িকতা, বিজ্ঞান, ধর্মীয় কুসংস্কার বা গোঁড়ামি ইত্যাদি বিষয়ে প্রায়ই লেখালিখি ও মন্তব্য করতেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া দুজনও পুলিশকে জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার কারণেই ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়েছে।

তারা পুলিশকে বলেন, “ব্লগ বুঝি না, হুজুরের নির্দেশেই তাকে হত্যা করেছি।” এছাড়া তারা ওয়াশিকুরের কোনো লেখাও পড়েননি বলে জানিয়েছেন।

ফেসবুক ও বাংলা ব্লগসাইটের কয়েকটিতে ওয়াশিকুরের কয়েকটি অ্যাকাউন্ট ছিল। সেখানে দেখা গেছে, ওয়াশিকুর রহমানের লেখালিখির অন্যতম একটি বিষয় ছিল ইসলামসহ নানা ধর্মের সমালোচনামূলক প্রসঙ্গ।

ফেসবুকে ওয়াশিকুর রহমানের প্রোফাইল নাম ছিল ‘ওয়াশিকুর বাবু’। এ ছাড়া কয়েকটি ব্লগসাইটে তিনি “কুচ্ছিত হাঁসের ছানা”, ‘গন্ডমুর্খ’, ‘বোকা মানব’ ইত্যাদি নামে লিখতেন বলে জানা গেছে।

ফেসবুকে ওয়াশিকুরের সবশেষ প্রোফাইল ছবিটি ছিল ‘আই এ্যাম অভিজিৎ’ লেখা একটি পোস্টার। তাতে ইংরেজিতে আরো লেখা আছে ‘শব্দের মৃত্যু নেই’। এ ছাড়া ‘লজিক্যাল ফোরাম’ নামের একটি অনলাইন ডিসকাশন ফোরামেরও সদস্য ছিলেন ওয়াশিকুর।

উল্লেখ্য, ধর্মীয় প্রসঙ্গ নিয়ে সমালোচনামূলক লেখালেখির কারণে ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে বাংলা একাডেমির বইমেলার বাইরে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি জার্মানিতে মারা যান। এছাড়াও ব্লগার আহমেদ রাজীব হায়দার, এ কে এম শফিউল ইসলাম লিলন ও লেখক ড. অভিজিৎ রায়কে এসব বিষয় নিয়ে লেখালেখির কারণে হত্যা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়