News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ৯ অক্টোবর ২০২৫

বোরকা পরে মৌচাকে ৫০০ ভরি স্বর্ণ লুট

বোরকা পরে মৌচাকে ৫০০ ভরি স্বর্ণ লুট

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীর পর এবার রাজধানীর মৌচাকের একটি শপিং মলের দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার নগদ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

এই দুর্ধর্ষ চুরির খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় দোকান মালিকদের মধ্যে তীব্র উদ্বেগের কারণ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানে প্রবেশ করে। তারা শাটারের তালা কেটে দোকানের বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুটে নেয়। শপিং মলের সিসিটিভি ক্যামেরায় চোরদের কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়েছে।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার নগদ টাকা রাখা ছিল। চোরেরা সবই লুটে নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, রোজের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে মার্কেটের দারোয়ান খবর দিলে গিয়ে দেখি সবই চুরি হয়ে গেছে।

আরও পড়ুন: তিন মাসে মোহাম্মদপুরে গ্রেফতার ১২০০

ঘটনার খবর পেয়ে রমনা থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে। তারা শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে। 

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং চোরদের ধরতে একাধিক দল কাজ করছে। এছাড়া শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রাবাড়ীর সাম্প্রতিক চুরির সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত রবিবার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার এবং পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের পরিচয় শনাক্তে তৎপর রয়েছে।

দোকান মালিকদের মধ্যে এবারও উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি বড় চুরির ঘটনা এবং শপিং মলগুলোর নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা নিয়ে প্রশাসনের নজরকাড়া গুরুত্বারোপ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়