হিলিতে পেঁয়াজের দাম কমলেও কাঁচামরিচ ২০০ টাকা কেজি
ফাইল ছবি
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম, বেড়েছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে দেশি পেঁয়াজ বর্তমানে ৬৫ টাকা দরে বিক্রি হলেও কাঁচামরিচ কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ২০০ টাকায় পৌঁছেছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ায় বাজারে দাম কমতে শুরু করেছে। তবে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় এর দাম বেড়েছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার ট্রাক পেঁয়াজ এসেছে। আগামীকাল হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হবে। এ কারণে মোকামে দাম কমছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী
অন্যদিকে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়ে খুচরা বাজারে কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগের তুলনায় ক্রেতা অনেক কম।
নিউজবাংলাদেশ.কম/এসবি








