News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ১৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:১৭, ১৬ আগস্ট ২০২৫

রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

রাজশাহীর একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। 

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে  নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত কোচিং সেন্টারটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।  ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করেই এ অভিযান পরিচালিত হয়। 

সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও কিছু সামগ্রী।

তবে অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা যদি পুলিশের কাছে কিছু হস্তান্তর করে, তখন বিস্তারিত তথ্য দেওয়া যাবে।”

আরও পড়ুন: প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে প্রাণ গেলো নারীর 

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং এতে কারা জড়িত তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়