News Bangladesh

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ১৪ আগস্ট ২০২৫

সখীপুরে যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

সখীপুরে যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

ছবি: নিউজবাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে খেলার মাঠে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর এবং সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

রাতুল আহমেদ সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখীপুর পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন: টাঙ্গাইলে জুয়ার আসরে বিএনপি নেতা আজগর আলীসহ গ্রেফতার ৩৫

গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সৃষ্টি সংঘ মাঠে খেলা চলার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতুল, আসিফ ও সাকিবসহ বেশ কয়েকজন সবুজের ওপর হামলা করেন। সবুজ জীবন বাঁচাতে দৌড় দিয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। আক্রমণকারীরাও সবুজের পিছু নিয়ে খেলার মাঠে ঢুকে কিল-ঘুসিসহ এক পর্যায়ে সবুজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে আহত সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনায় আহতের মা সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
 
সখীপুর থানার ওসি আবুল কালাম ভূইয়া ব‌লেন, এ বিষয়ে মামলা হ‌য়ে‌ছে। আসা‌মি‌দের গ্রেফতার‌ে পু‌লি‌শি অভিযান চল‌ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়