News Bangladesh

টাঙ্গাইল সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ১৩ আগস্ট ২০২৫

টাঙ্গাইলে জুয়ার আসরে বিএনপি নেতা আজগর আলীসহ গ্রেফতার ৩৫

টাঙ্গাইলে জুয়ার আসরে বিএনপি নেতা আজগর আলীসহ গ্রেফতার ৩৫

ছবি: নিউজবাংলাদেশ

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ ৩৫ জনকে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, ১৬ সেট তাস, কয়েকটি মোবাইল ফোন, সামান্য পরিমাণ গাঁজা ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আটকদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজগর আলীর নেতৃত্বে শতাব্দী ক্লাবে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী মঙ্গলবার রাতে ক্লাবে অভিযান চালায়। অভিযানে ৩৫ জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদক নিয়ে সশস্ত্র সংঘর্ষ, নেপথ্যে “শান্তি বাহিনী”

আটককৃতদের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিভিন্ন বয়সী পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), শাহ আলম খান মিঠু (৫৫), জসিম উদ্দিন (৫৭), গোলাম মাওলা (৪৮), শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), আব্দুর রশিদ (৫৫), মঈন খান (৬০), মোস্তফা কামাল (৫৮), বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), শিপন (৫৮), শফিকুল ইসলাম (৬০), এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), মোশারফ উদ্দিন (৫০), হাবিল উদ্দিন (৪০), মহব্বত আলী (৫৫), জাহিদ (৪৪), প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), সাদেকুর (৫০), সেলিম (৪৫), হাসান আলী (৫০), রফিক (৪০), শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), আশিকুর রহমান (৪৬), শফিক (৫২), আখতারুজ্জামান (৪৩), আরমান (৪৩) ও শামসুল (৫৬) উল্লেখযোগ্য।

এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে এসব কার্যক্রমে কিছুটা হলেও নিয়ন্ত্রণ এসেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (১৩ আগস্ট) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এই অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থান এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়