News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৯, ১৩ আগস্ট ২০২৫

ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এই অভিযান চলছে। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই কমিশন ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এই অভিযানের সূত্রপাত হয় মঙ্গলবার (১২ আগস্ট) রাতে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। 

ভিডিওতে দেখা যায়, শত শত ট্রাকে পাথর সরিয়ে নেওয়া হচ্ছে ভোলাগঞ্জ এলাকা থেকে। ভিডিওটি গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনঅসন্তোষ সৃষ্টি হয়। এর আগে ভোলাগঞ্জ–সাদাপাথরে খোলা আকাশের নিচে রাষ্ট্রীয় পাথর লুটপাটের ঘটনা নিয়ে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি গণমাধ্যম ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে।

দুদকের পাশাপাশি স্থানীয় প্রশাসনেরও গত কয়েক মাসে বেশ কিছু অভিযান চালানোর রেকর্ড রয়েছে। চলতি বছরের ২৬ এপ্রিল একটি যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে নয়জনকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং একজন অপ্রাপ্তবয়স্ককে সমাজসেবায় ন্যস্ত করা হয়। তখনো অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার। কিন্তু এই কঠোর পদক্ষেপের পরও এলাকাজুড়ে লুটপাট অব্যাহত থাকায় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: খুলনায় অ্যাম্বু‌লেন্স নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খাদে, নিহত ১ আহত ৫

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েক মাসে ভোলাগঞ্জ থেকে কোটি কোটি টাকার পাথর গায়েব হয়ে গেছে। তবে প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিমাপ বা সুনির্দিষ্ট হিসাব নেই। 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাবের কারণে এসব অপরাধ দীর্ঘদিন ধরে চলমান।

সামাজিক প্রতিক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। যদিও দলের বিজ্ঞপ্তিতে ‘সাদাপাথর’ শব্দটি উল্লেখ করা হয়নি, কিন্তু প্রেক্ষাপট হিসেবে ভোলাগঞ্জ লুটপাট ইস্যুই মূল কারণ বলে স্থানীয়রা মনে করছেন।

দুদক জানিয়েছে, তারা অভিযানের সময় পাথর উত্তোলনের ধরণ, প্রবেশপথ, পরিবহন–রুট ও সম্ভাব্য যোগসাজশের প্রমাণ সংগ্রহ করবে। ১২ আগস্ট রাতে প্রকাশিত ট্রাক–কনভয়ের ভিডিওসহ বিভিন্ন প্রমাণও যাচাই করা হবে।

ভোলাগঞ্জ সাদাপাথর শুধু একটি খনিজ সম্পদের ভাণ্ডার নয়, এটি সিলেট অঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রও। অবৈধ উত্তোলনে একদিকে যেমন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন খাতও মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল। 

দুদক জানিয়েছে, অভিযান শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জব্দ তালিকা, আটক ব্যক্তির নাম ও প্রশাসনিক সুপারিশ জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়