খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১ আহত ৫
ছবি: সংগৃহীত
খুলনায় সড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর যাত্রী তাসলিমা বেগম ময়না (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন পথচারীসহ ৫ জন।
বুধবার বেলা ১১টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের বালিয়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চুকনগর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোঃ ফজলুল করীম জানান, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আরফুল ইসলামকে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। রোগীবাহি অ্যাম্বুলেন্সটি খুলনা -সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: ডুমুরিয়ায় বাতিল হওয়া প্রকল্পের টাকা পিআইও’র পকেটে!
এ সময়ে আহত হন নিহতের স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম। এছাড়া এম্বুলেন্সের ধাক্কায় আহত হন লাভলী, মর্জিনা ও হাসিনা নামে তিন পথচারী।
তিনি আরও জানান, আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো ও পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








