News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ১২ আগস্ট ২০২৫

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ফাইল ছবি

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

 সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহভাজনভাবে এমএম মুজিবুর রহমানকে আটক করা হয়। তার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের কয়েকটি গ্রুপে সরকার উৎখাতের পরিকল্পনার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদক নিয়ে সশস্ত্র সংঘর্ষ, নেপথ্যে “শান্তি বাহিনী”

ঘটনার পর কেএমপি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চায়। ৪ আগস্ট অনুমতি মেলার পর সোমবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়