দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ৪ জন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতদের এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক ও যাত্রী দেলোয়ার। আহত চারজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: রৌমারীতে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৩০ হাজার মানুষ
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








