News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২১, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় নসিমন উল্টে পাংশা কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল আলম (৫০) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহবুবুল আলম কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামের বাসিন্দা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “দুর্ঘটনার পর আহত অধ্যক্ষ মাহবুবুল আলমকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়