News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

জন দুর্ভোগের প্রতিবাদ

বৈধ সিএনজি বা বিকল্প বাহন চালুর দাবি

বৈধ সিএনজি বা বিকল্প বাহন চালুর দাবি

মিরসরাই: রোববার মিঠাছড়ায় হাটবার।  মো. জামাল উদ্দীন (৫১) যাবেন মিঠাছড়া বাজারে। সুফিয়ারোডে দাঁড়িয়েছেন গণপরিবহনের জন্য। প্রায় সোয়া ঘণ্টা দাঁড়ানোর পর কোনো গণপরিবহনের দেখাই পাননি। অগত্যা হাঁটতে শুরু করেছেন জামাল। মিরসরাই উপজেলার ধূমঘাট থেকে বড়দারোগারহাট পর্যন্ত এ ধরনের হাজারো ঘটনা ঘটছে প্রতিদিন, প্রতিনিয়ত ০১ আগস্ট থেকে।

মূলত মিরসরাইয়ে নয়, এ ধরনের জনদুর্ভোগে পড়ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহারকারী লাখো জনতা।

আর এই জনদুর্ভোগের প্রতিবাদ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন মিরসরাইয়ের সচেতন নাগরিক সমাজ। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মিরসরাই উপজেলা সদরে এসব কর্মসূচিতে অংশ নেয় দুর্ভোগে পড়া পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা, স্কুল-কলেজ শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের শত শত মানুষ।

যতদিন পর্যন্ত বিকল্প বাহন চালু না হয়, ততদিন পর্যন্ত বৈধ ও লাইলেন্সধারী সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন সাধারণ জনতা। এছাড়া ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।

এসময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলার আন্তঃসড়ক গুলো মহাসড়কের সাথে সংযুক্ত। প্রায় ১৫ হাজার অটোরিকশা চলাচল করে এসব সড়কে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী-চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল যাত্রী সিএনজির উপর নির্ভরশীল। রোগী পরিবহনে একমাত্র ভরসা এই বাহন। বর্তমানে উপজেলার সাড়ে চার লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই সচেতন নাগরিক সমাজের আহবায়ক মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি প্রফেসর ডা. মো. জামশেদ আলম।

আলোচনায় অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, অধ্যাপক বোরহান উদ্দিন, নাসির উদ্দিন, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার দাশ, সুর্দশন রায়, এমদাদ হোসেন সোহেল, দুর্বার সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ সাইফুদ্দীন, সিএনজি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, জয়নাল আবেদীন, দেলোয়ার মাস্টার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়