রাজশাহীতে বাসচাপায় শিশু নিহত, আহত ১
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে তাজরিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহতের বাবার নাম লিটন ইসলাম। এ ঘটনায় আরও একটি শিশু তুলসি (১০) গুরুতর আহত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার অভায়ের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরহাদ হোসেন নিউজবাংলাদেশকে জানায়, সকাল ১০ টার দিকে তাজরিনসহ প্রতিবেশি আরও কজন শিশু তাদের বাড়ির পাশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে খেলছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস অভয়ের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই তাজরিন মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তুলশিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, পুলিশ ঘাতক শ্যামলী পরিবহনের বাস ও চালককে আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলাও করা হবে বলে জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








