News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

মাগুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মাগুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মাগুরা: নিজের বেতনের টাকা স্বামীর হাতে তুলে না দেওয়ায় মাগুরা পৌরসভার দেড়য়া এলাকায় আজ (রোববার) বিকেলে রেশমা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে পাষণ্ড স্বামী।

এ ঘটনায় রেশমার মাদকাসক্ত স্বামী আলমকে (২৬) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রেশমা ওই গ্রামের ইরাদ আলীর মেয়ে। ঘাতক স্বামী আলম সদরের আরীধানী গ্রামের নাটা ফকিরের ছেলে।

রেশমার মা ফেলা বেগম জানান, ‘৭ বছর আগে পার্শ্ববর্তী হাজিপুর ইউনিয়নের অলিধানি গ্রামের নাটা ফকিরের ছেলে মো. আলম এর সাথে বিয়ে হয় রেশমার। বিয়ের পর থেকে রেশমার উপর স্বামীর অত্যাচার নির্যাতনের কারণে এক বছর আগে দেড়য়া গ্রামে বাবার বাড়িতে চলে আসে। জীবিকার তাগিদে সে মাগুরা শহরের একটি মোজার ফ্যাক্টরীতে কাজ নেয়। আজ (রোববার) ফ্যাক্টরি থেকে বেতন তুলে বিকেলে বাড়ি ফেরে রেশমা। শ্বশুর-শাশুড়ী বাড়ি না থাকার সুয়োগ নিয়ে আলম বিকেল পাঁচটার দিকে রেশমার বাবার বাড়িতে গিয়ে তার বেতনের টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে রাজী না হলে আলম লাঠি দিয়ে পিটিয়ে রেশমাকে হত্যা করে। পরে লাশ গলায় রশি দিয়ে ঘরের একটি আড়ার সাথে ঝুলিয়ে রেখে বাইরে থেকে দরজায় শিকল দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকাবাসি জানতে পেরে সংঘবদ্ধ হয়ে আলিধানি গিয়ে আলমকে ধরে এনে পুলিশে সোপর্দ করে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমকে জিজ্ঞাসাবাদ চলছে।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়