News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৫০, ২ এপ্রিল ২০২০

ফেসবুকে প্রেম প্রতারণা: নৌবাহিনীর সদস্য আটক

ফেসবুকে প্রেম প্রতারণা: নৌবাহিনীর সদস্য আটক

যশোর: যশোরে তবিবর রহমান নামে নৌবাহিনীর এক সদস্যকে ধরে পুলিশে দিয়েছে তিন নারী। ফেসবুকে একই সঙ্গে তিন নারীর সঙ্গে প্রেমের জাল পেতে সে জালে নিজেই ধরা পড়লেন তবিবর। রোববার বিকেলে শহরের ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সামনে থেকে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। তবিবর মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কোতয়ালি থানার এএসআই জাহিদ হোসেন জানিয়েছেন, তবিবর রহমান একই সঙ্গে তিন মেয়ের সাথে প্রেম করতেন। রোববার দুপুরে তিনি একজনের সাথে দেখা করতে যশোরে আসেন। ওই মেয়ের সাথে তবিবরের পূর্বের প্রেমিকা ছিল। তারা আগে থেকে সেখানে কয়েকজনকে সংবাদ দিলে তবিবরকে ধরে গণপিটুনি দেয়। পরে তিনি ওই কলেজের অধ্যক্ষের সহযোগিতা চাইলে অধ্যক্ষ পুলিশে সংবাদ দেন। যাতে পুলিশ এর সুষ্ঠু সমাধান দিতে পারে। সেকারণে তাকে থানায় নেওয়া হয়েছে।

তবিবর রহমান জানিয়েছেন, তিনি ৫ বছর হলো নৌবাহিনীর ল্যান্স কর্পোরাল হিসাবে চাকরি করছেন। বর্তমানে তিনি খুলনায় আছেন। ফেসবুকের মাধ্যমে শহরের বারান্দীপাড়া এলাকার রুকাইয়া নামে এক মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। রুকাইয়া ফেসবুক আইডিতে নিজের নাম জেরিন জান্নাত হিসাবে পরিচিত। তিনি তাকে বিয়েরও প্রস্তাব দেন। কিন্তু জেরিন তার সাথে নানা ছলছাতুরির আশ্রয় নেয়। সে তার খালাতো বোন মরিয়ন শাহরিয়ারকে পরিচয় করিয়ে দেয়। মরিয়মকেও তিনি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মরিয়াম বিবাহিত বলে রাজি হয়নি। পরে তারাই তাদের অপর বন্ধু ইন্নাকে ফেসবুকের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়। তিনি কথা বলতে থাকলে রোববার তারাই পরিকল্পিতভাবে শহরে ডেকে নিয়ে আসে।

তিনি বলেছেন, আমি একজনের সাথে প্রেম করেছি। তাকে বিয়েরও প্রস্তাব দিয়েছি। কিন্তু তিনজনে একত্র হয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। ওই তিন নারীর সাথে তিনি কোনো প্রতারণা করেননি। তিন জনের মধ্যে রুকাইয়া ও ইন্না মহিলা কলেজে এবং মরিয়ম আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে লেখাপাড়া করে বলে তবিবর জানিয়েছেন।

কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই বিপ্লব হোসেন জানিয়েছেন, তিন নারীর অভিযোগের ভিত্তিতে তবিবরকে থানায় নেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়