যশোরে আবারও চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে আবারো ইলিয়াজ হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে অভয়নগর উপজেলার শুভড়ারা মাঠপাড়ায় হাজী আছাদ ভূইয়ার বাড়ির সামনে স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করে। নিহত ইলিয়াজ শুভড়ারা মাঠপাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।
বিষয়টি নিয়ে শুভড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনা আমার এলাকায় ঘটেছে কি না তা আমার জানা নেই।
অভয়নগর থানার অফিস ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত ইলিয়াজ এলাকায় চিহ্নিত চোর। তার নামে একটি চুরির মামলা আছে।
প্রসঙ্গত, বুধবার রাতে জেলার ঝিকরগাছা উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস হোসেন নামে আরেক ব্যক্তি নিহত হয়েছিলেন।
নিউজবাংলাদেশ/টিআইএম/পিআর