News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ১৬ জানুয়ারি ২০২০
আপডেট: ১৪:৫৮, ৪ এপ্রিল ২০২০

টঙ্গী ইজতেমা মাঠে দুই শিশু, মেলেনি অভিভাবক

টঙ্গী ইজতেমা মাঠে দুই শিশু, মেলেনি অভিভাবক

গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তিন বছর বয়সী দুই শিশু পাওয়া গেছে। এখনো তাদের অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের একজনের নাম সূর্য ও অপরজনের নাম হাফিজাতুল জান্নাত বলছে। মঙ্গলবার বিকালে তারা ইজতেমা ময়দানে খেলা করছিল। বুধবারও তাদের অভিভাবকের কোনো খোঁজ মেলেনি।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, শিশু দুটিকে উদ্ধার করে ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকালে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যান। “একইদিন সন্ধ্যায় তাদের পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।”

পরিদর্শক দেলোয়ার জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে। তারা পুরো ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মায়ের নাম সাজেদা বলতে পারছে।

তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়