‘বন্দুকযুদ্ধে’ জয়পুরহাটের শীর্ষ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সজল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, “মঙ্গলবার বিকে লে পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সজল হোসেন ও প্রিন্স নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে রাতে সজল হোসেনকে নিয়ে মাদক ও ইয়াবা উদ্ধারে একই উপজেলার বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা সজলের সহযোগী সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আন্তরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।”
তিনি আরো বলেন, “বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সজল হোসেন মারাত্মক আহত হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, সামুরাই, হাসুয়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে।”
আহত সজল হোসেনকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
সজলের বিরুদ্ধে জয়পুরহাট সদর, পাঁচবিবিসহ বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। সজল হোসেন জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকার মৃত আক্কাস বিশ্বাসের ছেলে এবং প্রিন্স একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








