ধর্ষণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় দোকান কর্মচারীরা
ঢাকা: উত্তরার স্বপ্ন বিপনী বিতানে কর্মরত মহিলা দোকান কর্মচারীকে ধর্ষণকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেছেন, মহিলা দোকান কর্মচারীকে ধর্ষণের ঘটনায় সবার নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত রাজধানীর উত্তরায় অবস্থিত স্বপ্ন বিপনী বিতানে কর্মরত মহিলা দোকান কর্মচারীকে ধর্ষণকরীদের গ্রেফতার ও দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শীর্ষক মানববন্ধনে তিনি কথা বলেন।
দুর্বৃত্তদের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, নির্যাতিত মহিলা দোকান কর্মচারীর উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ অবশ্যই সরকারকে দিতে হবে।
এ সময় তিনি বলেন, দোকান কর্মচারীদের সার্বিক নিরাপত্তা দিতে সরকার যদি ব্যর্থ হন, তাহলে আগামীতে নতুন কর্মসূচি দিতে বাধ্য হবো।
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ০২ আগস্ট রায়ের বাজার ও মিরপুরে দুই শিশুর ওপর কিছু লম্পট যৌন নির্যাতন চালায় ফলে সর্বস্তরের মানুষের মধ্যে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
বক্তারা বলেন, গত ৩১ জুলাইয়ে কিছু চিহ্নিত দুষ্কৃতকারী কর্তৃক মহিলা দোকান কর্মচারীর ওপর ঘটে যাওয়া ঘটনায় সবার নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত হয়ে পড়েছি।
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়া, সহসভাপতি অহিদুর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








