News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১১, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

লালমনিরহাট: সারাদেশে মহাসড়কে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইজিবাইক শ্রমিকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কয়েক হাজার ইজিবাইক মালিক ও চালকরা রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল করে। ইজিবাইক মালিক-চালক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কালীগঞ্জ উপজেলার সভাপতি বাদশার নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ হতে তুষভান্ডারবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে মিছিল নিয়ে ইজিবাইক মালিক ও চালকরা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বরাবর ২ দফা দাবিতে স্মারকলিপি দেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলার হাজার হাজার ইজিবাইক চালক অংশ নেয়। এসময় লালমনিরহাট-বড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারের দুধারে শাতধিক যানবাহন আটকা পড়ে এবং প্রায় একঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।

এ সময় মালিক-চালক সংগ্রাম পরিষদের নেতারা বলেন, সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় শিক্ষিত বেকার যুবকরা অল্প পূঁজি বিনিয়োগ করে ইজিবাইক শিল্পে কর্মসংস্থানের উপায় খুঁজে পেয়েছে। সরকার ১ আগস্ট থেকে মহাসড়কে ইজি-বাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করায় জেলার হাজার হাজার ইজি-বাইক চালকরা হতাশায় ভুগছে। তারা মহাসড়কে ইজি-বাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইজিবাইক বন্ধ না করার দাবি জানান।

এছাড়া সমাবেশ থেকে দাবি পূরণ না হলে আজ ৩ আগস্ট থেকে অব্যাহত আন্দোলনের ঘোষণা দেন ইজিবাইক নেতারা। সমাবেশে জেলা ইজিবাইক মালিক-চালক কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ সভাপতি বাদশা মিয়া, সহসভাপতি মাহমুদ মিয়া,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়