রাজন হত্যাকারীরা রেহাই পাবে না: ড. মিজান
সিলেট: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
তিনি বলেন, “রাজন হত্যা মামলাটি আমরা মনিটরিং করছি। এই ঘটনায় আসামিরা রেহাই পাবে না।”
মঙ্গলবার সকালে সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নে রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার সময় এমন দাবি জানান মিজানুর রহমান।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “দায়ী পুলিশ সদস্যদের কেবল ক্লোজড বা সাময়িক বরখাস্ত করলে চলবে না তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
রাজন হত্যাসহ সারাদেশে শিশু নির্যাতন-হত্যার ঘটনা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, “এগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন কিংবা সরকারের কোনো বাহিনীর গাফিলতির কারণে এমন ঘটনা ঘটছে কি না তা খুঁজে দেখতে হবে।”
বিভিন্ন অপরাধমূলক ঘটনায় পুলিশের জড়িত হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে ড. মিজান বলেন, “অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পুলিশের সুযোগ সুবিধাও বাড়াতে হবে। ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।”
সকালে রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মা, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে কথা বলেন মিজানুর রহমান। তিনি রাজন হত্যা মামলারও খোঁজ খবর নেন।
এ সময় সৌদি আরবে আটক রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান মিজান। তিনি বলেন, “সরকার উদ্যোগী হলে কামরুলকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।”
নিউজবাংলাদেশ.কম/এএস/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








