News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪২, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ: বোমা ফাটিয়ে বাস থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৪২)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী প্রসন্ন নগর এলাকার হানিফ হাজীর ছেলে। ফতুল্লা রেলস্টেশন এলাকায় ভাড়া থাকতেন তিনি। রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় তার একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুল ইসলাম উৎসব পরিবহনের একটি বাসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে লিংক রোডের মাহমুদপুর এলাকায় সামাদ বানু সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বাসের গতিরোধ করা হয়। এসময় কয়েকজন বাসে উঠে নুরুল ইসলঅমের বুকে গুলি করে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে নেমে যায়।

এরপর বাসটি শহরের খানপুরে তিনশ শয্যা হাসপাতালে নিয়ে যান চালক। সেখানে চিকিৎসকরা নুরুল ইসলামকে দেখে মৃত বলে জানান। লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়