৫৫ জেলায় ইএলআরএস বাস্তবায়ন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
ঢাকা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৫৫ জেলায় ইলেক্ট্রনিক ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে সিস্টেম (ইএলআরএস) বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা জানান।
মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিএস, এসএ, আরএস খতিয়ানসমূহ ভূমি মালিকদের সহজে সরবরাহ করার লক্ষ্যে এ পর্যন্ত ৮২ লাখ ৮৮ হাজার খতিয়ানের ডেটা এন্ট্রি করা হয়েছে ও তা সংরক্ষণ করা হয়েছে।
এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের ৬টি বিনিয়োগ প্রকল্প ও ৩টি কারিগরি সহায়তা প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের অনুকূলে আরএডিপিতে ৮৬ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আছে। যার মধ্যে মার্চ ২০১৫ পর্যন্ত মোট ২৯ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও জানান মন্ত্রী।
সভায় দেশে ভূমি ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ও তাদের পুনর্বাসনে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, “দারিদ্র্যবিমোচনে নারীর অধিকার নিশ্চিত করা এবং পুনর্বাসিত পরিবারের সামাজিক নিরাপত্তা বিধানসহ তাদের শিক্ষা ও আর্থ সামাজিক অবস্থা উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে।”
এখন পর্যন্ত ২৫১টি গুচ্ছগ্রামে ১০৬২০টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
এসময় অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়েজ্জদ্দীন আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আ. জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব পুণ্যব্রত চৌধুরী, জাতীয় প্রকল্প পরিচালক জিল্লুর রহমান, শামসুল আলম ও সিরাজ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








