News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক কামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন খুলনা জেলার খালিশপুরের বাসিন্দা।

এ ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরে বগুড়া-নগরবাড়ী-মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, “বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে চালক কামাল হোসেন পড়ে মারা যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার  করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, “দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।”

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়