News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

কলাপাড়ায় জাতীয় দুর্যোগ দিবস

কলাপাড়ায় জাতীয় দুর্যোগ দিবস

কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দুর্যোগ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, জেলা এলসিডিসি কর্মকর্তা শাহানারা আচল প্রমুখ।

এ কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে লবণ সহিষ্ণু জাতের ফসল আবাদ সম্পর্কে যাবতীয় তথ্য, সেবা, পরামর্শ ও সহযোগিতা চেয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন-বাংলাদেশের ডিডিআর সিসিএ প্রকল্পের সহযোগিতায় উপজেলার সর্বস্তরের কৃষকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়