আশুগঞ্জ থেকে ত্রিপুরায় চাল পরিবহন শুরু
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে পরিবহন সমস্যার কারণে দুদিন আটকে থাকার পর মঙ্গলবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় চাল পরিবহন শুরু হয়েছে।
শনিবার দুপুরে কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে এমভি নিউটেক-৬ জাহাজ আশুগঞ্জ বন্দরে নোঙর করে। পরের দুদিন পরিবহন সমস্যার কারণে চাল আগরতলায় পাঠানো সম্ভব হয়নি।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা যায়, সকালে আশুগঞ্জ নৌবন্দর থেকে ১০টি কাভার্ডভ্যানে ১৭৭ মেট্রিক টন চাল (৩ হাজার ৫৪০ বস্তা) আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে। দেশব্যাপী অবরোধ থাকায় আশুগঞ্জ থানার একদল পুলিশ এসব চালবাহী গাড়িকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নিরাপত্তা দেয়। পরে বন্দর কাস্টমস কর্তৃপক্ষ কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়।
দুপুর ১টার দিকে ভারতীয় খাদ্য করপোরেশনের (শিলং জোন ) ব্যবস্থাপনা পরিচালক বিদল তিওয়ারী এসব চাল বুঝে নেন।
উল্লেখ্য, মানবিক কারণে বিনা মাশুলে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পুর্বাঞ্চলীয় রাজ্যে ৩৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের জন্য ভারত বাংলাদেশ সরকারকে অনুরোধ করে এবং সুবিধাজনক স্থান হিসেবে আশুগঞ্জ নৌবন্দর হয়ে ও আশুগঞ্জ-আখাউরা সড়কপথ ব্যবহার করার অনুমতি চাইলে বাংলাদেশ সরকার দুদেশের মধ্যে বিদ্যমান নৌপ্রটোকল চুক্তির আওতায় চাল পরিবহনের অনুমতি দেয়।
এ চাল পরিবহনে কোনো শুল্ক-মাশুল নেওয়া না হলেও প্রতি মেট্রিক টন চালে ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেওয়া হবে। ইতোমধ্যে চুক্তির ৩৫ হাজার মেট্রিক টন চালের মধ্যে গত বছরের আগস্ট ও অক্টোবর মাসে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে গেছে ভারত সরকার।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








