News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

বাবরি মসজিদ ষড়যন্ত্র মামলায় আদভানিসহ ১৯ জনকে নোটিশ

বাবরি মসজিদ ষড়যন্ত্র মামলায় আদভানিসহ ১৯ জনকে নোটিশ

ভারতে বাবরি মসজিদ ষড়যন্ত্র মামলায় বিজেপি নেতা এলকে আদভানিসহ মোট ১৯ জনকে অাইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকেও নোটিশ দেওয়া হয়েছে।

কেনও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে না, চার সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতকে তা জানাতে বলা হয়েছে। মঙ্গলবার এই নোটিশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

আদভানি ছাড়া বাবরি মসজিদ ষড়যন্ত্র মামলায় নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মুরলী মনোহর যোশী, ঊমা ভারতী ও কল্যাণ সিং প্রমুখ। সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে হাজী মহম্মদ নামে এক ব্যক্তির পিটিশনের পরিপ্রেক্ষিতে এই নোটিশ দেন আদালত।

এর আগে ২০১০ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদভানিদের ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে এক বছর সময় নেয় সিবিআই।

হাজী মহম্মদ সুপ্রিম কোর্টে করা পিটিশনে অভিযোগ করেন, এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে ইচ্ছাকৃত ভাবেই দেরি করেছে সিবিআই। পিটিশনে আদভানিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বহাল রাখার আর্জি জানানো হয়।

প্রধান বিচারপতি এইচএল ডাট্টু ও বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার  অভিযুক্ত ১৯ জন ছাড়াও সিবিআইকে চার সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়