News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৫, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ২

প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ২

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলা শ্রীঘাট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ দুজন আহত হয়েছেন।

দা ও লাঠির আঘাতে আহত শ্রীঘাট গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মতিয়ার শেখ ( ৪৭) ও তার স্ত্রী রোমেছা বেগমকে (৪০) উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি মতিয়ার শেখ সাংবাদিকদের জানান, “তাদের দখলীয় জমিতে ঘর নির্মাণের সময় শ্রীঘাট গ্রামের আকবর শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দা, লাঠি নিয়ে স্ত্রী ও তার ওপর হামলা চালায়। তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।”

মঙ্গলবার দুপুরে আহত মতিয়ার শেখের স্বজনরা মোবাইলে এ প্রতিবেদককে জানান, “উন্নত চিকিৎসার জন্য এদিন দুপুরে মতিয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়