সিরিয়ায় নারী-শিশুসহ ৩০ জনকে হত্যা করেছে আইএস
সিরিয়ায় নারী-শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। দেশটির মধ্যাঞ্চলের হামা প্রদেশে সরকার-নিয়ন্ত্রিত একটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায় আইএস।
সিরিয়া-বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। আইএস জঙ্গিরা পুড়িয়ে, শিরশ্ছেদ ও গুলি করে তাদের হত্যা করে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমানের ভাষ্য, মাবুজেহ গ্রামে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষকে পুড়িয়ে, শিরশ্ছেদ ও গুলি করে হত্যা করেছে আইএস।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








