News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

১৫ জেলায় একযোগে মানববন্ধন

১৫ জেলায় একযোগে মানববন্ধন

ঢাকা: জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আওয়তায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় অভিযোজন পরিকল্পনাকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের ১৫ জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসিবি) এ মানববন্ধনের আয়োজন করে। একই সাথে দেশের অন্যান্য জেলাতেও এ মানববন্ধন হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন বলেন, “দেশের প্রধান ৬টি ইকোসিস্টেম অঞ্চল আছে। এগুলো হলো, উপকূল, চরাঞ্চল, খরাপ্রবণ এলাকা, প্লাবন সমভূমি, পাহাড়ি এবং হাওরাঞ্চল।’’

তিনি বলেন, ‘‘এ ৬টি অঞ্চলের জন্য স্থানীয় পৃথক অভিযোজন পরিকল্পনার অনুকরণীয় মডেল প্রণয়ন করতে হবে। জলবায়ু অর্থায়নকে একটি তহবিল থেকে পরিচালনার লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট তহবিলকে আরো কার্যকরী ও দক্ষ করতে হবে।”
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, “জেলা বাজেট এবং জেন্ডার বাজেটের মতো একটি পৃথক জলবায়ু বাজেট প্রণয়ন করতে হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ অন্তর্ভুক্ত করতে হবে।’’

বক্তারা আরো বলেন, বিপন্নতার ইনডেক্স প্রণয়ন করে সে অনুযায়ী প্রকল্প গ্রহণ ও অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলবায়ু প্রকল্পগুলো অনুমোদনের ক্ষেত্রে দারিদ্র ও জলবায়ু বিপন্ন এলাকাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া জাতীয় বাজেটে জলবায়ু ট্রাস্ট তহবিলের জন্য বিশেষ বরাদ্দ অব্যাহত রাখতে হবে।”

মানববন্ধনে আরো উপস্থিতি ছিলেন সংগঠনের কো-অরডিনেটর মিজানুর রহমান বিজয়, সাংবাদিক নিখিলচন্দ্র ভদ্র প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়