News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকা সিটি করপোরেশন

মামলা বেশি আব্বাসের, সম্পদও

মামলা বেশি আব্বাসের, সম্পদও

ঢাকা: মেয়র নির্বাচনে ঢাকা সিটি করপোরেশনে যেসব প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন, তাদের মধ্যে সবেচেয়ে বেশি অর্থশালী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। এইকসঙ্গে তার বিরুদ্ধেই সর্বাধিক ফৌজদারি মামলা রয়েছে।

মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া যায়। মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই আ.লীগ সরকারের সময়ে দায়ের করা। তবে কয়েকটা মামলা থেকে তিনি অব্যাহতিও পেয়েছেন।

হলফনামায় আব্বাস পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। মির্জা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তিনি। প্রতি বছর শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন ছয় কোটি ২৭ লাখ ১৫ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়া থেকে বছরে তার আয় এক কোটি পাঁচ লাখ ৮১ হাজার টাকা।

তবে ব্যাংকে মির্জা আব্বাসের চাইতে তার স্ত্রীর জমা টাকা অনেক বেশি। আব্বাসের ১০ লাখ ৬২ হাজার টাকার বিপরীতে তার স্ত্রীর জমা আছে ৩২ লাখ ৯৪ হাজার টাকা। শেয়ারে আব্বাসের রয়েছে ৩৫ কোটি ছয় লাখ এবং বিও তে রয়েছে ৪২ কোটি ৪৮ লাখ টাকা। স্থায়ী আমানতে রয়েছে ১০ কোটি ৬৫ লাখ এবং স্ত্রীর এক কোটি ৬০ লাখ টাকা। তার প্রায় এক কোটি টাকার গাড়ি রয়েছে। স্ত্রীর রয়েছে ২২ লাখ টাকার স্বর্ণ।

স্থাবর সম্পত্তির বিবরণে আব্বাস জানান, তার অকৃষি জমি রয়েছে এক কোটি ৮৪ লাখ টাকা ছাড়াও দুই কোটি ৬২ লাখ মূল্যের একটি বাড়ি রয়েছে। এছাড়াও জমি কেনার বায়না বাবদ অগ্রিম দেয়া আছে চার কোটি টাকা। সব মিলিয়ে আব্বাসের সম্পদের পরিমাণ শত কোটি টাকা। তবে তিনি বিভিন্ন খাতে ৭৫ কোটি ৬৫ লাখ টাকা দেনাও আছেন। তার নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই।

এ মুহূর্তে মির্জা আব্বাসের হাতে নগদ আছে ৫০ লাখ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস।

বিএনপির এ নেতা ঢাকার সাবেক ছাড়াও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ঢাকা উত্তর ও দক্ষিণের সম্ভাব্য সব প্রার্থীদের মধ্যে তার সম্পদ সবচাইতে বেশি পাওয়া যায়।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়