গাজীপুরে মা-মেয়ে খুন
গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলায় পাবুর এলাকায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন- মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বেগম (৭৫) ও তার মেয়ে মাদিয়া বেগম (৫০)।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর হোসেন জানান, সূর্যি বেগম ও মেয়ে মাদিয়া বেগম এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে দরজা খোলা অবস্থায় তাদের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ঘরের একটি ট্রাঙ্ক ভেঙে খুনিার পাঁচ হাজার টাকা নিয়ে গেছে বলেও জানান তিনি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুই লাশেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








