সিআইডির জালে মানবপাচার চক্রের মূল হোতা
ঢাকা: অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জালে ধরা পড়লেন মধ্যপ্রাচ্যভিত্তিক মানবপাচার চক্রের মূল হোতা নান্নু মিয়া (৫০)। বিদেশে লোক পাঠানোর নামে নির্যাতন, অপহরণ এমনকি আটকে রেখে পরিবারের কাছ মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে নান্নুর বিরুদ্ধে।
মঙ্গলবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন নিউজবাংলাদেশকে আটকের তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন নজরদারিতে রাখার পর নান্নু মিয়াকে সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। দীর্ঘদিন ধরে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








