News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৫, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

ধনকুবেরের ছেলে ববির মাসিক আয় ৬০ হাজার টাকা

ধনকুবেরের ছেলে ববির মাসিক আয় ৬০ হাজার টাকা

ঢাকা: বাংলাদেদেশের অন্যতম শীর্ষ ধনী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশেনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। তবে হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী ববির মাসিক আয় মাত্র ৬০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তিনি এ আয় করেন।

হলফনামায় ববি উল্লেখ করেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে বছরে ৪ লাখ ১৪ হাজার টাকা আয় করেন। এছাড়া ব্যাংক আমানত, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে তার আয় আরও দুই লাখ ১৩ হাজার টাকা। বার্ষিক এ আয় অনুযায়ী তিনি প্রতিমাসে প্রায় ৬০ হাজার আয় করেন।

ববির শিক্ষাগত যোগ্যতায় দেখানো হয়েছে তিনি এমবিএ পাস করেছেন। তিনি ড্যাটকো প্রাইভেট লিমিটেডের পরিচালকও। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।

ববির নগদ টাকা হিসেবে হলফনামায় দেখানো হয়েছে তার কাছে ৬০ হাজার টাকা আছে। তার স্ত্রী কানিজ ফাতেমা চৌধুরীর কাছে রয়েছে ৪৫ হাজার টাকা। তবে বৈদেশিক মুদ্রা রয়েছে ৫ হাজার ৯৮৯ মার্কিন ডলার। যা টাকার হিসাবে প্রায় ৫০ লাখ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে নিজের নামে ৬৯ হাজার এবং স্ত্রীর নামে ২ লাখ ৪ হাজার টাকা। ঋণপত্র ও শেয়ারে রয়েছে ৫০ হাজার টাকা। ববির স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়।

মনোনয়নপত্র কেনার আগ পর্যন্ত ববি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তার বাবা মুসা বিন শমসের নিজেকে বাংলাদেশের সেরা ধনি দাবি করেছিলেন বলে খবরে প্রকাশ হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়