News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ১২:২৮, ২৮ জানুয়ারি ২০২০

বিআরটিএ উপপরিচালকের স্ত্রীকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা

বিআরটিএ উপপরিচালকের স্ত্রীকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে কৃষ্ণা কাবেরী (৩৫) নামে এক কলেজ শিক্ষিকাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। কৃষ্ণা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা কাবেরী (৩৫) রাজধানীর মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা শীতাংশু শেখর বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী কৃষ্ণ কাবেরীর মুখে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বুত্তরা। শীতাংশু শেখর এবং তার দুই মেয়ে শ্রুতি বিশ্বাস (১৪) ও আরতি বিশ্বাসও (৯) আহত হয়।

কৃষ্ণাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়