News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২২, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০২:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

পোনা ধরায় ৫৩ জেলে আটক

পোনা ধরায় ৫৩ জেলে আটক

বাগেরহাট: নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছের পোনা ধরার অভিযোগে ৫টি ইঞ্জিনচালিত ট্রলারসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বাগেরহাটের শরণখোলা উপজলোর বলেশ্বর ও পানগুছি নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার সন্ধ্যায় এক হাজার কেজি পাইশে মাছের পোনাসহ কোস্টগার্ড পশ্চিম জোন ওই জেলেদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের ৪ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার গোলাম রাব্বানী রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় বলেশ্বর নদীর শরণখোলা উপজেলা অংশে টহলে যায় কোস্টগার্ড। এসময় তারা সেখানে ৫টি ট্রলার থেকে এক হাজার কেজি পাইশে মাছের পোনা উদ্ধার করে। পরে ইঞ্জিনচালিত ওই ৫টি ট্রলার এবং ট্রলারের ৫৩ জেলেকে আটক করা হয়।

উদ্ধারকৃত এক হাজার কেজি পোনা এবং ৫টি ট্রলারের দাম ২২ লক্ষ টাকা হবে বলে জানান গোলাম রাব্বানী।

মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী রাত সাড়ে ১০টায় জানান, আটককৃত ৫৩ জেলেকে উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়