News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১২, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

১ কোটি ৬২ লাখ টাকার সোনাসহ আটক ২

১ কোটি ৬২ লাখ টাকার সোনাসহ আটক ২

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এককোটি ৬২ লাখ টাকার সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তাদের মধ্যে একজন নারী যাত্রী রয়েছেন।

সোমবার রাতে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, সোমবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে এমএইচ ১৯৬ নম্বরের একটি ফ্লাইটে ঢাকা আসেন মাহমুদা হোসেন (২৬) নামে একজন যাত্রী। তাকে তল্লাশি করে জুতার ভেতর লুকিয়ে আনা দুই কেজি ৪৪০ গ্রাম ওজনের চারটি সোনার বার পাওয়া যায়। জব্দ করা সোনার মূল্য এককোটি ২২ লাখ টাকা। মাহমুদার পাসপোর্ট নম্বর এএ ০০৮৯৩৭৫।

অপরদিকে একই ফ্লাইট থেকে ৪০ লাখ টাকা মূল্যের সোনাসহ আরেক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তার কাছ থেকে জব্দ করা হয় আটশ গ্রাম ওজনের আটটি বার।

আটক যাত্রীর নাম নুরুল্লাহ নুর (৪৫)। তার পাসপোর্ট নম্বর এজি ২৩৪৩০৭৫।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়