News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪১, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

ব্লগার ওয়াশিকুর রহমান হত্যায় মামলা

ব্লগার ওয়াশিকুর রহমান হত্যায় মামলা

ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় মামলা দারেয়র করা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিহতের ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন জিকরুল্লাহ, আরিফুল, আবু তাহের ও মাসুম। এদের মধ্যে জিকরুল্লাহ ও আরিফুলকে হত্যাকাণ্ডের পরপরই আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে মাসুমের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে।

মামলা দায়েরের পর ওয়াশিকুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য রাতেই গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলে একটি ট্র্যাভেল এজেন্সিতে আইটি প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়