News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩২, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

বড়পুকুরিয়া কয়লা খনি

কয়লা উত্তোলন চালু হতে দেড় মাস লাগবে

কয়লা উত্তোলন চালু হতে দেড় মাস লাগবে

দিনাজপুর: উৎপাদনশীল ফেজের খনি অভ্যন্তরে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন কার্যক্রম। পুনরায় কয়লা উত্তোলন শুরু করতে আরও দেড় মাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খনি সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনির ১২১২ নং ফেজের উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হওয়ায় সোমবার দুপুরে ফেজটিকে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে করে সোমবার দুপুর থেকেই বন্ধ হয়ে যায় খনির কয়লা উত্তোলন কার্যক্রম। এই ফেজটি থেকে গত ২০১৪ সালের নভেম্বর মাস থেকে কয়লা উত্তোলনের কার্যক্রম চলছিল। প্রাথমিকভাবে এই ফেজটি থেকে ৫ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও সোমবার পর্যন্ত লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

এদিকে খনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু করতে সোমবার বিকেল থেকেই ১২০৮ নং ফেজের কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ওই ফেজটিতে বর্তমানে যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম চলছে। তবে ওই ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করতে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। এতে করে প্রায় দেড় মাসেরও অধিক সময বন্ধ থাকবে কয়লা খনির উৎপাদন কার্যক্রম।

অপরদিকে খনির কোল ইয়ার্ডে ইতিমধ্যে ৬০-৭০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। পাশাপাশি কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রেও ৭০ হাজার মেট্রিক টন কয়লার মজুদ রয়েছে। যা দিয়ে আগামী আড়াই মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা যাবে।

কয়লা খনির মহাব্যবস্থাপক এটিএম নুর-উজ-জামান চৌধুরী নিউজবাংলাদেশকে জানান, পুরোনো ফেজটি থেকে যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে প্রায় দেড় মাস সময় লাগে। আর এর মধ্যে পরীক্ষামূলক উত্তোলন কার্যক্রম চালুর পর কোনো ত্রুটি ধরা না পড়লে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হবে।

তিনি জানান, এক ফেজের কয়লা উত্তোলন শেষ করার পর অন্য ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা একটি নিয়মিত প্রক্রিয়া। এতে করে কিছুদিন কয়লা উত্তোলন বন্ধ থাকলেও কোনো ঘাটতি দেখা দিবে না।

নিউজবাংলাদেশ.কম/বিএস্এস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়