পাকিস্তানে মুক্তচিন্তক থাকবে, বাংলাদেশে থাকবে না
ঢাকা: ‘বাংলাদেশে একসময় মুক্তচিন্তক থাকবে না, পাকিস্তানে থাকবে’ এমন মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
সোমবার রাত তিনটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ওইদিনই সকালে খুন হন ওয়াশিকুর রহমান বাবু নামে একজন ব্লগার। এ হত্যার পরিপ্রেক্ষিতেই স্ট্যাটাস দেন স্বেচ্ছা নির্বাসিত এই লেখিকা।
তসলিমা তার স্ট্যাটাসে লেখেন, “বাংলাদেশকে আমি মিনি পাকিস্তান বা পাকিস্তান বলি না। আমি বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও ভয়ংকর দেশ বলি। বাংলাদেশে মৌলবাদের অবাধ চাষ হয়। ফলনও বাম্পার। পাকিস্তানে মৌলবাদ নানাভাবে দমন করা হয়। পাকিস্তানে মৌলবাদী খুনিরা ধরা পড়ে এবং জেলে যায়। বাংলাদেশে মৌলবাদী খুনিদের ইচ্ছে করেই ধরা হয় না। তাদের কোনো শাস্তিও দেয়া হয় না।”
তিনি আরো লেখেন, “পাকিস্তানে বাংলাদেশের মতো মুক্তচিন্তক আর যুক্তিবাদীদের এক এক করে হত্যা করা হচ্ছে না। একসময় বাংলাদশে আর কোনো মুক্তচিন্তক অবশিষ্ট থাকবে না। কিন্তু পাকিস্তানে থাকবে। পাকিস্তানের মুক্তচিন্তকরা একসময় তাদের দেশটা যেন বাংলাদেশ হয়ে না যায়, তার চেষ্টা করবে।”
সোমবার সকালে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটকস করা হয়েছে। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ এও বলছে, আটক দুজন ইমানি দায়িত্ব থেকে ওয়াশিকুর রহমানকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তারা দুজনই মাদ্রাসা ছাত্র।
আটকৃতদের অভিযোগ, ওই ব্লগার ইসলাম এবং মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে।
উল্লেখ্য, ধর্ম নিয়ে সমালোচনামূলক লেখালেখির কারণে ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে বাংলা একাডেমির বইমেলার বাইরে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি জার্মানিতে মারা যান। এছাড়া ব্লগার আহমেদ রাজীব হায়দার, এ কে এম শফিউল ইসলাম লিলন ও লেখক ড. অভিজিৎ রায়কে এসব বিষয় নিয়ে লেখালেখির কারণে হত্যা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








