যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী নিহত
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিউলি আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শাহিদা বেগম (৪০) নামে অপর এক নারী আহত হয়েছেন।
গোলাপবাগ মোনোয়ারা হাসপাতালের সামনে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি ও আহত শাহিদা সম্পর্কে খালা ভাগনি। তারা যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগের ৩২/১ নম্বর বাসায় থাকেন।
আহত শাহিদা আক্তারের স্বামী আব্দুল জলিল জানান, তারা গোপীবাগে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিউলি মারা যান।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








