ইয়েমেনে সৌদি হামলায় বাংলাদেশের সমর্থন
ঢাকা: ইয়েমেনের বৈধ সরকারের বিরোধী হুতি বিদ্রোহীদের প্রতিহত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশের জোট (সুন্নি) বাহিনীর বিমান হামলাকে সমর্থন দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইয়েমেনে বর্তমান পরিস্থিতি শীর্ষক এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া হুথিদের সহিংসতার কারণে দেশটিতে যে মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে, তারও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, বৈধ কর্তৃপক্ষকে পুর্নবহালের লক্ষ্যে সৌদি আরবের সকল পদক্ষেপের প্রতি সমর্থন জানায় বাংলাদেশ। এতে করে ইয়েমেনের জনগণের প্রত্যাশার পূরণ হবে। পাশাপাশি, সৌদি আরবের সকল পদক্ষেপের মাধ্যমে ইয়েমেনের সার্বভৌমত্ব সুরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনে প্রেসিডেন্ট আবদো রাব্বো মনসুর হাদির নেতৃত্বে বৈধ সরকারের বিরুদ্ধে হুথিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।
এছাড়া সংঙ্কট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যে প্রস্তাব দিয়েছে তার আলোকে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








