বজ্রপাতে নিহত ৬, আহত ৬
সারাদেশে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার বিকেলে আকস্মিক বজ্রপাতে লালমনিরহাট, নওগাঁ এবং চাপাইনবাবগঞ্জ জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
জেলা সংবাদদাতাদের পাঠানো সংবাদ থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় বজ্রপাতে জেলাসদরের নারায়ণপুর গ্রামের ফুলেরা (৩৫) ও তার মেয়ে ববিতা (৯) এবং সুন্দরপুর গ্রামের রেবিনার (৩০) মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে জেলার শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকার আশরাফুল (৪০) নামে আরেকজনের মৃত্যু হয়।
অন্যদিকে বজ্রপাতে লালমনিরহাটের পাটগ্রামে আমিনুর ইসলাম (৩৭) নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত আমিনুর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত আকাশুর ছেলে।
এছাড়া নওগাঁর ধামইরহাট উপজেলার কুশামারী গ্রামে বজ্রপাতে মাহমুদুল ইসলাম (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় সানোয়ার হোসেন (৩২) নামে আরেক ইটভাটা শ্রমিক আহত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








