News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ৩ অক্টোবর ২০২৫

মিরপুরে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন

মিরপুরে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

বাসের চালক জানান, বাস সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা করে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও সহকারীকে পিটিয়ে বাস থেকে নামানো হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের জখম করেছিল। তারা এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা বলছেন।

আরও পড়ুন: ফেনীতে বাস উল্টে নিহত ৩

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মী ছাটাই করা হয়েছে। ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়