News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২০, ১৭ আগস্ট ২০২৫

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

নজরুল ইসলাম নজির। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৪০)। 

রবিবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে সড়কের পাশে ফেলে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ শুরু করলে সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন: চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজিরকে রাতেই বাড়ির পাশেই হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়