News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৭ আগস্ট ২০২৫

চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের রাবার ড্যাম লাগোয়া রামপুর আবাসন প্রকল্প (সওদাগরঘোনা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়াসিন মিয়া। 

তিনি বলেন, মাছের ঘের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়