News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৮:১০, ১১ ফেব্রুয়ারি ২০২০

ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত মোস্তফা উপজেলার শশীভূষণ থানার জাহারপুর গ্রামের আবদুল হারুনের পুত্র।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চেয়ারম্যান বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা চরফ্যাশন থেকে মোটরসাইকেলে করে চেয়ারম্যান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে মারাত্মক আহত হন। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশটি থানায় নিয়ে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়