News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৮:২৯, ৩১ জানুয়ারি ২০২০

ভারি বর্ষণে রাজধানী অচল, অবর্ণনীয় দুর্ভোগ

ভারি বর্ষণে রাজধানী অচল, অবর্ণনীয় দুর্ভোগ

ঢাকা: মঙ্গলবার সাড়ে ১১টা থেকে মাত্র একঘণ্টার ভারি বৃষ্টিপাতে রাজধানী ঢাকার প্রায় অর্ধেকাংশ অচল হয়ে পড়েছে। ভারি বর্ষণে রাজধানীর কিছু এলাকা তলিয়ে গেলে সেসব এলাকা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পাশাপাশি যেসব এলাকায় জলাবদ্ধ হয়নি, সেসব এলাকায় সড়কের এক পাশে মারাত্মক যানজট সৃষ্টি হয় এবং মানুষ অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়।

এদিন রাজধানীর মতিঝিল, নয়া পল্টন, আরামবাগ, ফকিরাপুল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ
এলাকা ঘুরে দেখা যায়, সাড়ে ১১ টা থেকে রাজধানীর এ সমস্ত এলাকায় ভারি বর্ষণে সড়ক তলিয়ে যায়। যে কারণে এ সমস্ত এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও যানবাহন পানিতে আটকা পড়ে নষ্ট হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজধানীর এক অংশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অপর অংশে অর্থাৎ শাহবাগ, সায়েন্সল্যাব, জিগাতলা, মিরপুর রোড, আগারগাঁওসহ অনেক এলাকায় সড়কের একপাশে সকাল ১১টা থেকেই যানজট সৃষ্টি হয়, যে জট বিকেল পাঁচটা পর্যন্ত ক্লিয়ার করা সম্ভব হয়নি। সড়কের একপাশে যখন এই দশা, তখন ওই সমস্ত এলাকায় সড়কের অপর পাশে কোনো যানবাহন না থাকায় পথচারীকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।

আগারগাঁও এলাকায় এক পথচারী জানান, একদিকে যানজটে জনজীবন থেমে গেছে, অন্যদিকে  সড়কের যে পাশ খালি, সে পাশে কোনো গাড়ি-ঘোড়া পাওয়া যাচ্ছে না। এ কী অবস্থা! একঘণ্টার বর্ষণেই যদি এই অবস্থা হয়, তবে দিনভর ভারি বর্ষণ হলে রাজধানী তলিয়ে যেতে তো সময় লাগার কথা নয়।

অপর এক জন পথচারী বলেন, আমাদের রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ যে, মুহুর্তের বৃষ্টিপাতে পথঘাট তলিয়ে যায়।

একটি পোর্টালের সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বলেন, চারঘণ্টা ধরে ধানমণ্ডিতে দাঁড়িয়ে আছি। গুলশান যাবো। কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। কীভাবে কর্মস্থলে যাবো। এভাবে তো আর চলে না!

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়