News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৯:৫০, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আনিস (৩৮)। এ সময় আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনিসের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন চার্য এসআই মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ক্যান্টনমেন্ট এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনিসের মৃত্যু হয়।’

ঢামেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আনিস বলেন, ‘ আমার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। সকালে আমিসহ আরেকজন ট্রেনের ছাদ থেকে পড়ে যাই।’

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়