News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০৯:৫০, ১৯ জানুয়ারি ২০২০

জাল টাকা তৈরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

জাল টাকা তৈরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা মিয়া, আব্দুল জলিল, জয়নাল খন্দকার, বায়েজিদ বোস্তামী, মহসীন ওয়াসিম ও মো. সোহাগ।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ১ কোটি বিশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।”

৩ স্তরে ভাগ হয়ে রাজধানীতে জাল টাকা ছড়িয়ে পড়ে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, “এই চক্রটির একটি গ্রুপের কাজ হলো টাকার যাবতীয় বৈশিষ্ট্য ঠিক রেখে কাগজ তৈরি করে বাদশা মিয়ার চাহিদা অনুযায়ী সরবরাহ করা। পরবর্তী সময়ে বাদশা মিয়া, আব্দুল জলিল, জয়নাল খন্দকার, বায়েজিদ বোস্তামী, মহসিন ওয়াসিম এবং সোহাগদের নিয়ে উক্ত কাগজে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে টাকার ছাপ দিয়ে টাকা তৈরি করে।”

তিনি আরও জানান, অন্য গ্রুপের কাজ হলো ওই টাকাগুলো দেশব্যাপী সরবরাহকারী গ্রুপের মাধ্যমে বাজারজাত করা। আর বাজারজাতের কাজে থাকা গ্রুপের মধ্যে রয়েছে- মাহবুব মোল্লা, সেলিম মিয়া, হানিফ গাজী, জামান, ইমন ও সাজু।

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, উপ কমিশনার (পূর্ব) মাহবুব আলম, উপ কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান, উপ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়